নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আজারার গাড়ি চালক

নগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আজারার গাড়ি চালক
Published on

নগাঁও জেলার বেবেজিয়া পুলিশ চৌকির অধীন খাটগুড়ির ৩৭নং জাতীয় সড়কে মঙ্গলবার রাতে এক শোকাবহ পথ দুর্ঘটনায় একজন গাড়ি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেবেজিয়া পুলিশ সূত্ৰে পাওয়া খবর অনু্যায়ী,গতকাল রাত ১১-৪৫ মিনিট নাগাদ নগাঁও থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া এএস-০১বিবি-৯৩১৩ নম্বরের সুইফট ডিজায়ার গাড়িটি বেবেজিয়ার শর্মা বরুয়া তেল ডিপোর কাছ সড়ক থেকে ছিটকে একটি বাড়ির সীমানা প্ৰাচীরে গিয়ে ধাক্কা মারে।

এই দুর্ঘটনায় গাড়ির চালক ঘটনাস্থলেই প্ৰাণ হারান। গাড়ির ধাক্কায় দেওয়ালটিরও বিস্তর ক্ষতি হয়। পরে পুলিশ নিহত চালককে আজারা থানা এলাকার গনকপাড়ার বাসিন্দা যোগেন দাসের ছেলে রন্টু দাস(২৫)বলে শনাক্ত করে। পুলিশ সন্দেহ করেছে,কুয়াশা অথবা চোখে ঘুম জড়িয়ে আসার জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com