Begin typing your search above and press return to search.

নগাঁওয়ে ১০ কার্টুন অবৈধ ড্ৰাগস বাজেয়াপ্ত

নগাঁওয়ে ১০ কার্টুন অবৈধ ড্ৰাগস বাজেয়াপ্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 April 2019 12:35 PM GMT

নগাঁওঃ বিশেষ সূত্ৰে খবর পেয়ে নগাঁও পুলিশ শহরের শিয়ালমারি কুটুওনি এলাকার কাছে একটি ওয়াগনার গাড়ি থেকে প্ৰচুর পরিমাণে অবৈধ ড্ৰাগস বাজেয়াপ্ত করেছে। এই অভিযানে নেতৃত্ব দেন নগাঁও থানার সাব ইন্সপেক্টর গৌরব মহন্ত। পুলিশ গাড়িটি(নং এএস০২সি-৮১৮১)বাজেয়াপ্ত করেছে। তবে যে ব্যক্তিটি এই ড্ৰাগসগুলি এনেছিল সে পালিয়ে গেছে।

সূত্ৰটির মতে,অবৈধ ড্ৰাগস গাড়িতে বয়ে নেওয়ার খবরটি পুলিশ আগেই জানতে পেরেছিল। এই খবরের ওপর ভিত্তি করে পুলিশ শিয়ালমারি-কুটুওনি এলাকায় জোর তল্লাশি অভিযানে নামে। কিন্তু ড্ৰাগস পাচারে জড়িত মূল অভিযুক্ত পুলিশি অভিযান আঁচ করতে পেরে গাড়ি থামিয়ে রেখে ওখান থেকে উধাও হয়ে যায়। পুলিশ গাড়ি থেকে ১০ কার্টুন ড্ৰাগস বাজেয়াপ্ত করে। ওই কার্টুনগুলিতে ৯৯৪ বোতল কফ সিরাপ ছিল।

Next Story
সংবাদ শিরোনাম