Begin typing your search above and press return to search.

নগাঁও জেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবহেলায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন জনগণঃ অভিযোগ

নগাঁও জেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবহেলায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন জনগণঃ অভিযোগ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Oct 2018 7:37 AM GMT

জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বিশুদ্ধ পানীর জল সরবরাহের নামে লক্ষ লক্ষ টাকা ঢেলে বিভিন্ন স্থানে জল সরবরাহ প্ৰকল্প স্থাপন করেছে যদিও বিভাগের একাংশ অকর্মণ্য আধিকারিক ও কর্মীর চূড়ান্ত অবহেলার জন্য সম্প্ৰতি জুরিয়ার ব্যাপক সংখ্যক জল সরবরাহ প্ৰকল্প পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এধরনেরই একটি পরিত্যক্ত প্ৰকল্প হলো নগাঁওয়ের জুরিয়ার কলনিজলাহ গ্ৰামের জল সরবরাহ প্ৰকল্পটি।

ব্ৰহ্মপুত্ৰ নদের গা ঘেঁষে থাকা ডায়েরিয়া ও ম্যালেরিয়া প্ৰবণ অঞ্চল হিসেবে পরিচিত কলনিজলাহ গ্ৰামে বিশুদ্ধ পানীয়জল সরবরাহের জন্য নগাঁও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই প্ৰকল্প স্থাপন করেছিল যদিও নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাস পরই বন্ধ হয়ে পড়ে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্ৰকল্পটি।

বিভাগীয় কর্তৃপক্ষের চরম অবহেলা ও অমনোযোগিতার জন্য গত প্ৰায় দশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা প্ৰকল্পটির ওয়াটার ফিল্টার,ওয়াটার ট্যাংক ইত্যাদি আগাছায় ঢেকে গেছে। ভেঙে গেছে কিছু কিছু যন্ত্ৰ-সরঞ্জাম। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় জল পরিবাহী পাইপগুলিও ফেটে গেছে। জনস্বাস্থ্য বিভাগের এই উদাসীনতা ও প্ৰতারণার ফলে গ্ৰামের মানুষ আয়রনযুক্ত জল পান করে বিভিন্ন রোগে ভুগছেন। শুধু এই প্ৰকল্পই নয় জুরিয়ার প্ৰায় কুড়িটির বেশি প্ৰকল্প বন্ধ থাকায় বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন বৃহত্তর অঞ্চলটির মানুষ। স্থানীয় জনগণ পরিত্যক্ত প্ৰকল্পগুলি সচল করে জল সরবরাহের ব্যবস্থা করতে জনস্বাস্থ্য বিভাগ ও সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম