নজরদারি পোস্টগুলি ৩১ জুলাইয়ের মধ্যে কর্মক্ষম করার নির্দেশ মুখির

নজরদারি পোস্টগুলি ৩১ জুলাইয়ের মধ্যে কর্মক্ষম করার নির্দেশ মুখির
Published on

সীমান্তের নজরদারি ফাঁড়িগুলি ৩১ জুলাইয়ের মধ্যে কর্মক্ষম করে তুলতে রাজ্যপাল জগদীশ মুখি মঙ্গলবার এডিজিপি(বর্ডার)ভাস্করজ্যোতি মহন্তকে জরুরি ভিত্তিতে নজর দিতে বলেছেন। দ্য সেন্টিনেল দুই জুলাইয়ের সংস্করণে ১৫৯টি সীমান্ত ফাঁড়ির মধ্যে ৩৯টি অকেজো পড়ে থাকার খবর ছেপেছিল। ওই খবরের প্ৰতি গুরুত্ত্ব দিয়ে ফাঁড়িগুলি জরুরি ভিত্তিতে কর্মক্ষম করতে প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণ করে রিপোর্ট পেশ করতে মহন্তকে নির্দেশ দেন তিনি। অবৈধ অনুপ্ৰবেশ ঠেকাতে ফাঁড়িগুলি সক্ৰিয় রাখা প্ৰয়োজন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com