সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার জয়ী মাজুলির নতুন চামগুড়ি সত্ৰের সত্ৰাধিকার কোষকান্ত গোস্বামী আজ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শারীরিক অসুস্থতার জন্য দুদিন আগে গুয়াহাটির বেসরকারি হাসপাতাল জিএনআরসিতে চিকিৎসা সেরে তাঁকে ফের নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সত্ৰাধিকার গোস্বামী শঙ্করদেবের অমর সৃষ্টি মুখোশ শিল্পকে জিইয়ে রাখার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। সত্ৰাধিকারের প্ৰয়াণে সারা মাজুলিতে শোকের ছায়া নেমে আসে।
Begin typing your search above and press return to search.