Begin typing your search above and press return to search.
নতুন ফেরিসেবা মাজুলির পর্যটন ব্যবস্থা চাঙ্গা করবে

যোরহাটঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার কমলাবাড়িঘাট থেকে যোরহাটের নিমাটিঘাট পর্যন্ত চারটি নতুন ফেরি সেবার উদ্বোধন করছেন। এই ফেরিসেবা চালু হলে মাজুলি জেলায় পর্যটন ব্যবস্থা আরও চাঙ্গা হবে। অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের একজন কর্মকর্তা বুধবার একথা জানান।
এই চারটি নতুন ফেরির যাত্ৰী বহন ক্ষমতা হবে ২০০ থেকে ৫০০ জন। বর্তমানে এই অঞ্চলে ৮টি ফেরিসেবা অব্যাহত আছে। নতুন ফেরিগুলি চালু হলে মাজুলিতে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে। বলেন,মাজুলির একজন পরিবহণ কর্মী মনোজ বরা। কমলাবাড়ির আলিমুর মিসিং গাঁওয়ে ফেরিসেবার উদ্বোধনে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে অন্যান্য মন্ত্ৰী ও বিভাগীয় প্ৰধানরা উপস্থিত থাকার কথা।
Next Story