Begin typing your search above and press return to search.

নতুন শরাইঘাট সেতু থেকে ব্ৰহ্মপুত্ৰে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা

নতুন শরাইঘাট সেতু থেকে ব্ৰহ্মপুত্ৰে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Feb 2019 1:37 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটিতে নতুন শরাইঘাট সেতু থেকে রবিবার ব্ৰহ্মপুত্ৰে ঝাঁপ দিয়ে এক মহিলা আত্মহত্যা করেছেন। পরে মহিলাটিকে ডলি শাহ নামে শনাক্ত করা হয়েছে। মহানগরীর ফাটাশিল আমবাড়ির বাসিন্দা অমিত শাহর পত্নী ডলি। জালুকবাড়ির দিক থেকে গিয়ে মহিলা নতুন শরাইঘাট সেতুতে উঠে সোজা ব্ৰহ্মপুত্ৰে ঝাঁপিয়ে পড়েন। ওখানে কর্মরত লোকেরা সঙ্গে সঙ্গে নৌকো নিয়ে মহিলাকে উদ্ধার করে সরকারি আয়ুর্বেদিক কলেজে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। দুটো সন্তান ও স্বামীকে রেখে গেছেন। নদী পুলিশ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

অন্য এক ঘটনায় জনৈক এসডিআরএফ কর্মী মহিলার আত্মহত্যার ঘটনা সংক্ৰান্তে শরাইঘাট সেতুতে গিয়েছিলেন। তিনি পুরনো শরাইঘাট সেতুর ৫ নম্বর খুটির কাছ থেকে ৩৫-৪০ বছর বয়সী এক যুবকের গলিত শব উদ্ধার করে। শনাক্ত না হওয়া এই ব্যক্তির শব জিএমসিএইচয়ে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম