নরেন্দ্ৰ মোদি,এমানুয়েল ম্যাকরোঁ রাষ্ট্ৰপুঞ্জের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কার পাচ্ছেন

নরেন্দ্ৰ মোদি,এমানুয়েল ম্যাকরোঁ রাষ্ট্ৰপুঞ্জের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কার পাচ্ছেন
Published on

ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং ফ্ৰান্সের প্ৰেসিডেণ্ট এমানুয়েল ম্যাকরোঁ রাষ্ট্ৰপুঞ্জের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ’ পুরস্কারের জন্য এবছর নির্বাচিত হয়েছেন। বিশ্বের এই দুই শীর্ষ নেতা নিজেদের দেশে অসাধারণ সব কাজকর্ম করায় এবং ইণ্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ও পরিবেশ বান্ধব সম্পর্কিত কার্যকলাপকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার অনবদ্য প্ৰয়াসের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাসম্পন্ন পুরস্কারের জন্য তাঁদের নির্বাচিত করা হয়েছে।

২০১৫ সালে প্যারিসে রাষ্ট্ৰপুঞ্জের আবহাওয়া সম্পর্কিত সন্মেলনের(সিওপি২১)ফাঁকে উভয় রাষ্ট্ৰ ইণ্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স(আইএসএ)চালু করে। ভারতে আইএসএ-র সদর দপ্তর রয়েছে নয়াদিল্লির গুরুগ্ৰামে। শুধু প্ৰধানমন্ত্ৰী মোদিই নন,বিশ্বের প্ৰথম সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত কোচিন বিমানবন্দরকে পরিবেশ সম্পর্কিত পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে এন্ট্ৰিপ্ৰিনিউরিয়াল ভিশন ক্যাটেগরির অধীনে। রাষ্ট্ৰপুঞ্জ গত ১৩ বছর ধরে এই মর্যাদাসম্পন্ন পুরস্কারটি দিয়ে আসছে। পরিবেশ সুরক্ষায় অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এপর্যন্ত এধরনের ৮৪ জন ব্যক্তি ও সংগঠনকে এই সম্মান দেওয়া হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com