Begin typing your search above and press return to search.
নর্থ ইস্টার্ন ইলেকট্ৰিক পাওয়ার করপোরেশনকে আচমকা বাড়তি জল ছাড়া বন্ধ করতে বললেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল

লখিমপুরঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রঙানদীর বাঁধ থেকে আচমকা বাড়তি জল না ছাড়তে নিপকো কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেন বৃহস্পতিবার। গত বছর আগাম সতর্কতা জারি না করে নিপকো বাঁধের জল ছাড়ায় ভেসে গিয়েছিল লখিমপুরের বিস্তীর্ণ অঞ্চল। সোনোয়াল সতর্ক করে দিয়ে বলেন,এবার যদি আচমকা বাঁধের জল ছেড়ে তারা লখিমপুরবাসীকে দুর্যোগের মুখে ঠেলে দেয়,তাহলে সেই ক্ষতির দায়িত্ব তাদের নিতে হবে। বাঁধের বাড়তি জল ধরে রাখতে জলাধার নির্মাণে নিপকোকে পরামর্শ দেন তিনি।
Next Story