
রাজ্যে কর ফাঁকি দিয়ে একাংশ ব্যবসায়ী দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কর ফাঁকি দেওয়ার এক অঘোষিত প্ৰতিযোগিতাই যেন শুরু হয়েছে রাজ্যে। নলবাড়ির ধমধমা বাসস্ট্যান্ডে থাকা এবি টিম্বার্স নামে একটি কাঠের ডেরায় তল্লাশি অভিযান চালায় কর বিভাগ। এই কাঠের দোকানটির বেশ কয়েকটি গুদাম রয়েছে। তাই গুয়াহাটি থেকে আসা কর বিভাগের আধিকারিক ও কর্মীদের এই আচমকা অভিযানের আড়ালে বিশেষ ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। কর অফিসারদের এই তল্লাশি অভিযানের সময় প্ৰথম দিকে পুলিশও তাদের সঙ্গে ছিল না। পুলিশ পরে ঘটনাস্থলে এসে পৌঁছয়।
কর কর্তারা তল্লাশি চালালেও গোটা বিষয়টি অন্ধকারে রেখে ওই স্থান থেকে চলে যান। প্ৰায় ৪ ঘণ্টা ধরে চলা অভিযানকালে কিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করে তারা সঙ্গে নিয়ে গেছেন বলে জানা গেছে। তারা কাঠের দোকানটি সিল করেননি। এদিকে নলবাড়ি শহরে একইভাবে বেশ কজন ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে ব্যবসা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।