ভলগোগ্ৰেড এরেনায় শুক্ৰবার ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের গ্ৰুপ-ডি-র ম্যাচে নাইজেরিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে পরাস্ত করে। আহমেদ মুসা দুটো গোল করে বিশ্বকাপে দলের আশা জিইয়ে রাখলেন। খেলার প্ৰথমার্ধ গোলশূন্যভাবে কেটে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৪৯ মিনিটে দুরন্ত গতিতে প্ৰতিপক্ষের সমস্ত ব্যূহ ভেঙে জালে বল ঠেলে দেন মুসা। ৭৫ মিনিটে আইসল্যান্ডের ডিফেন্স ভেঙে মুসাই দ্বিতীয় গোল করার কৃতিত্ব অর্জন করেন। বলের ওপর মুসার নিয়ন্ত্ৰণ ও শট নেওয়ার শৈলি দেখে মনে হচ্ছিল পর্তুগিজ তারকা ফুটবলার রোনাল্ডোর মতো মুসাও হ্যাটস্ট্ৰিক করবেন এদিন। তবে আইসল্যান্ড মুসাকে আর সেই সুযোগ দেয়নি। ম্যাচের শেষ দিকে আইসল্যান্ড একটা পেনাল্টির সুযোগ পায় লড়াইয়ে ফেরার। ৮২ মিনিটে আইসল্যান্ডের জিলফি সিগার্ডসসনের পেনাল্টি শট নাইজেরিয়ান গোলবারের উপর দিয়ে চলে যায়। আইসল্যান্ডের মরিয়া চেষ্টা মুখথুবড়ে পড়ে।
নাইজেরিয়া ২-০ আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে দলের আশা জিইয়ে রাখল

Next Story