নাগরিকত্ব বিলঃ অপপ্ৰচারে গা না ভাসাতে জনগণের প্ৰতি আহ্বান সর্বার

নাগরিকত্ব বিলঃ অপপ্ৰচারে গা না ভাসাতে জনগণের প্ৰতি আহ্বান সর্বার
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯ নিয়ে একটা ন্যস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীর চালানো অপপ্ৰচারে গা না ভাসাতে স্থানীয় জনগণের প্ৰতি মঙ্গলবার আহ্বান জানিয়েহেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল

মাজুলিতে সারা অসম গ্ৰামরক্ষী সংগঠনের ৭০-তম প্ৰতিষ্ঠা দিবসে মুখ্য অতিথির ভাষণে ওই আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্ৰী ফের আশ্বাস দিয়ে বলেন,স্থানীয় ভূমিপুত্ৰদের স্বার্থ ও আধিকার রক্ষায় তাঁর সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। তিনি বলেন,বিল সম্পর্কে ভুল ও ভিত্তিহীন খবর ছড়িয়ে রাজ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। রাজ্য সরকার এধরনের কার্যকলাপকে কিছুতেই সফল হতে দেবে না। সরকার সব ধরনের হুমকি থেকে অসমিয়া মানুষকে সম্পূর্ণ সুরক্ষা দেবে বলে উল্লেখ করেন সোনোয়াল। ‘রাজ্যের মানুষই এই সরকার গঠন করেছেন। তাই ভূমিপুত্ৰদের অধিকার,চাকরির সু্যোগ সুবিধা,ভাষা,সংস্কৃতি ইত্যাদি রক্ষায় সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি রাজ্যের মানুষকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান। ‘সাম্প্ৰতিক সময়ে আমাকে তাক করে নানা ধরনের সমালোচনা হচ্ছে। কিন্তু আমি এধরনের সমালোচনার মুখে পড়তে সম্পূর্ণ প্ৰস্তুত রয়েছি। কোনও সমালোচনা এবং ভুল খবর প্ৰচার করে সরকারের উন্নয়নমূলক কাজের গতি কাউকে রুদ্ধ করতে দেওয়া হবে না’-বলেন সোনোয়াল।

জেংরাইমুখ ও কমলাবাড়িতে মুখ্যমন্ত্ৰী এদিন দুটি ক্ৰীড়া চত্বরের শিলান্যাস করেন। এই দুটি প্ৰকল্প নির্মাণে খরচ হবে যথাক্ৰমে ১০ ও ৬.৫ কোটি টাকা। গ্ৰামাঞ্চলের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় গ্ৰাম রক্ষী বাহিনীর ভূমিকার প্ৰশংসা করেন মুখ্যমন্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com