
যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ খতিয়ে দেখছে এবং সম্ভবত সংসদের শীত অধিবেশনে এব্যাপারে তারা তাদের রিপোর্ট পেশ করবে।
এই বিলে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের লক্ষ্যে স্থির করা হয়েছিল যা নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্ৰতিবাদের ঝড় ওঠে। অসমে শাসক দল বিজেপি-র শরিক অসম গণ পরিষদ(অগপ)গোড়া থেকে এই বিলের বিরোধিতা করে চলেছে। বিজেপির আরও একটি শরিক দল জনতা দল(ইউনাইটেড)এই ইস্যুতে অগপকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অগপ স্পষ্ট করে বলেছে,নাগরিকত্ব সংশোধনী বিল অসমের স্থানীয় ভূমিপুত্ৰদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী।
ওদিকে মেঘালয় ও মিজোরাম প্ৰশাসনও এই বিল আইনে পরিণত করার বিরোধিতা করেছে। ওদিকে রাজেন্দ্ৰ আগরওয়ালের নেতৃত্বাধীন ৩০ সদস্যের যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন বিজু জনতা দলের বি মহতাব,তৃণমূল কংগ্ৰেসের সৌগত রায়,বিজেপির মীনাক্ষী লেখি,বহুজন সমাজ পার্টির সতীশ মিশ্ৰ এবং সিপিআই(এম)এর সেলিম আলি প্ৰমুখ।