নাগরিকত্ব বিলঃ ২৩ অক্টোবর অসম বনধের প্ৰতি সমর্থন কংগ্ৰেসের,বিরোধিতা বিজেপির

নাগরিকত্ব বিলঃ ২৩ অক্টোবর অসম বনধের প্ৰতি সমর্থন কংগ্ৰেসের,বিরোধিতা বিজেপির

গুয়াহাটিঃ অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)সভাপতি রিপুন বরা রবিবার নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে তাঁর দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেছেন,বিলটি সংসদে পেশ করা হলে কংগ্ৰেস এর সম্পূর্ণ বিরোধিতা করবে। বরা আরও বলেন,‘বিলের বিরোধিতা করতে অন্যান্য বিরোধী দলগুলিকে আবেদন জানাবে কংগ্ৰেস’। তিনি আরও উল্লেখ করেন,‘বিলের বিরুদ্ধে স্থানীয় ৪৬টি সংগঠন ২৩ অক্টোবর যে ‘অসম বনধ’ ডেকেছে কংগ্ৰেস তাতে সমর্থন জানাবে’।

‘অসম গণ পরিষদ(অগপ)বিল নিয়ে নাটক করছে’-অভিযোগ করেন বরা। অগপ ঘুরে ফিরেই বলছে বিলটি সংসদে গৃহীত হলে তাদের সদস্যরা বিজেপি-র সঙ্গে থাকা জোট থেকে বেরিয়ে আসবে। ‘বিলটি যদি আইনে পরিণত হয় তাহলে অগপ-র এধরনের প্ৰস্তাবে কী স্বার্থ পূরণ করবে’-উল্লেখ করেন বরা। ‘বিল সংসদে পেশ করার আগেই অগপর তিনজন সদস্য যদি এখনই ইস্তফা দেন তাহলে কেন্দ্ৰ সব বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার পদক্ষেপ থেকে সরে আসতে বাধ্য হবে বলে তিনি মনে করেন। অন্যদিকে রাজ্য বিজেপি বিল সম্পর্কে তাদের অবস্থানের কথা ফের উল্লেখ করেছে। গেরুয়া দল রবিবার এক বিবৃতিতে বলেছে,নাগরিকত্ব বিল নিয়ে নির্দিষ্ট কিছু শক্তি ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে বিভ্ৰান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সম্প্ৰদায়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চালাচ্ছে। প্ৰস্তাবিত অসম বনধ বৃহত্তর অসমিয়া সম্প্ৰদায়ের কোনও স্বার্থ পূরণ করবে না। রাজ্য বিজেপি এই বনধের বিরোধিতা করেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com