নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মোদির সঙ্গে কথা বলতে কনরাডের নেতৃত্ব এমডিএ প্ৰতিনিধিরা আজ দিল্লি যাচ্ছেন

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মোদির সঙ্গে কথা বলতে কনরাডের নেতৃত্ব এমডিএ প্ৰতিনিধিরা আজ দিল্লি যাচ্ছেন
Published on

শিলং: নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে মেঘালয় ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্সের(এমডিএ)একটি প্ৰ্তিনিধিদল আজ নয়াদিল্লি যাচ্ছে। এই প্ৰতিনিধিদলের নেতৃত্বে থাকছেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা। প্ৰতিনিধিদলটি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে সাক্ষাৎ করবে।

‘নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাস করাতে কেন্দ্ৰীয় সরকারের অভিপ্ৰায়ের বিরুদ্ধে আমাদের অসন্তুষ্টির কথা তুলে ধরতেই আমরা মোদি ও রাজনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছি’-রাজ্যের উপ মুখ্যমন্ত্ৰী প্ৰিস্টোন টাইনসং বুধবার বিল নিয়ে রাজ্য মন্ত্ৰিসভার এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।

উল্লেখ্য,২০১৮ সালের মে মাসে বিলের বিরোধিতা করে মেঘালয় মন্ত্ৰিসভায় একটি প্ৰস্তাব গৃহীত হয়েছিল। গত ৮ জানুয়ারি বিতর্কিত এই বিলটি লোকসভায় পাস করা হয়। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পড়শি দেশ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু.জৈন,খ্ৰিস্টান,শিখ,পার্শি ও বৌদ্ধরা ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন এই বিলে তাদের নাগরিকত্ব দিতে চাওয়া হচ্ছে। উল্লেখযোগ্য যে নয়াদিল্লির রামলীলা ময়দানে গত রবিবার বিজেপি কর্মসমিতির জাতীয় সম্মেলনে মেঘালয় বিজেপি-র সভাপতি সিবান লিংডো,বিধায়ক সানবর সুল্লাই এবং এএল হেক উপস্থিত ছিলেন। ওই সম্মেলনের সময় মেঘালয় বিজেপির এই নেতারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করে প্ৰধানমন্ত্ৰী মোদির হাতে একটি স্মারকপত্ৰ তুলে দিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com