নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মোদির সঙ্গে কথা বলতে কনরাডের নেতৃত্ব এমডিএ প্ৰতিনিধিরা আজ দিল্লি যাচ্ছেন

শিলং: নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে মেঘালয় ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্সের(এমডিএ)একটি প্ৰ্তিনিধিদল আজ নয়াদিল্লি যাচ্ছে। এই প্ৰতিনিধিদলের নেতৃত্বে থাকছেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা। প্ৰতিনিধিদলটি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে সাক্ষাৎ করবে।
‘নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ পাস করাতে কেন্দ্ৰীয় সরকারের অভিপ্ৰায়ের বিরুদ্ধে আমাদের অসন্তুষ্টির কথা তুলে ধরতেই আমরা মোদি ও রাজনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছি’-রাজ্যের উপ মুখ্যমন্ত্ৰী প্ৰিস্টোন টাইনসং বুধবার বিল নিয়ে রাজ্য মন্ত্ৰিসভার এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
উল্লেখ্য,২০১৮ সালের মে মাসে বিলের বিরোধিতা করে মেঘালয় মন্ত্ৰিসভায় একটি প্ৰস্তাব গৃহীত হয়েছিল। গত ৮ জানুয়ারি বিতর্কিত এই বিলটি লোকসভায় পাস করা হয়। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পড়শি দেশ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু.জৈন,খ্ৰিস্টান,শিখ,পার্শি ও বৌদ্ধরা ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন এই বিলে তাদের নাগরিকত্ব দিতে চাওয়া হচ্ছে। উল্লেখযোগ্য যে নয়াদিল্লির রামলীলা ময়দানে গত রবিবার বিজেপি কর্মসমিতির জাতীয় সম্মেলনে মেঘালয় বিজেপি-র সভাপতি সিবান লিংডো,বিধায়ক সানবর সুল্লাই এবং এএল হেক উপস্থিত ছিলেন। ওই সম্মেলনের সময় মেঘালয় বিজেপির এই নেতারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করে প্ৰধানমন্ত্ৰী মোদির হাতে একটি স্মারকপত্ৰ তুলে দিয়েছিলেন।