গুয়াহাটিঃ ‘রাজ্যের ভাষা,সাহিত্য,সংস্কৃতি,অস্তিত্বে হুমকিস্বরূপ কোনও রাষ্ট্ৰবিরোধী,অসাংবিধানিক বিল বিশ্বের কোনও শক্তিই আমাদের ওপর চাপাতে পারবে না’। মঙ্গলবার চান্দমারিতে আসু,২৮ সংগঠনের গণঅনশনে সব মানুষ সমস্বরে কথাগুলি বলেন। সমাবেশে বক্তব্য রাখেন জাহ্নু বরুয়া,দীনেশ বৈশ্য প্ৰমুখরা।