নাগরিকত্ব বিলের বিরোধিতায় জেপিসি-র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন অগপ প্ৰতিনিধিরা

নয়াদিল্লি/গুয়াহাটিঃ অগপ সভাপতি তথা অসমের ক্যাবিনেট মন্ত্ৰী অতুল বরার নেতৃত্বে রবিবার উত্তর প্ৰদেশের মীরাটে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)চেয়ারম্যান রাজেন্দ্ৰ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-এর বিরুদ্ধে তাদের প্ৰতিবাদের কথা ফের উল্লেখ করেন। আগরওয়ালের সঙ্গে অগপ-র রবিবারের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেপিসি মঙ্গলবার নতুন দিল্লিতে অগপ প্ৰতিনিধি দলের সঙ্গে এই ইস্যু নিয়ে বৈঠকে বসছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের বরিষ্ঠ কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত থাকছেন।
‘আমরা বিলের সম্পূর্ণ বিরোধী। বিলটি যেহেতু অসম চুক্তি লঙ্ঘন করছে সেইহেতু এটা কিছুতেই আমরা পাস করতে দেব না’-বলেন অগপ সভাপতি অতুল বরা। প্ৰতিনিধিদলটি এদিন জেপিসির চেয়ারম্যান আগরওয়ালের হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেন। কেন্দ্ৰ বিলটি আইনে পরিণত করার জন্য প্ৰস্তাব রাখার পর থেকে আসু সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন বিলের জোর বিরোধিতা করে আসছে।