নাগরিকত্ব বিল নিয়ে কোনও আপস করবে না অগপ

গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের শরিক দল অসম গণ পরিষদ(অগপ)শুক্ৰবার ফের স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনও পরিস্থিতিতে নাগরিকত্ব(সংশোধনী)বিল’২০১৬ পাসে কেন্দ্ৰের প্ৰস্তাব তারা বরদাস্ত করবে না। মাজুলিতে অনুষ্ঠিত বিজেপি-র কর্মসমিতির দুদিন ব্যাপী বৈঠকের ঠিক এক দিন পরই অগপ এই বিবৃতি দিল। উল্লেখ্য,বিজেপি-র কর্মসমিতির বৈঠকে এনআরসি নবায়ন,নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬,অসন চুক্তি রূপায়ণ এবং রাজ্যের স্থানীয় মানুষের অস্তিত্বের সংকটকে পারস্পরিক সম্পর্কযুক্ত বিবেচনা করার জন্য একটি প্ৰস্তাব গৃহীত হয়েছিল।
অগপ-র সাধারণ সম্পাদক কমলা কান্ত কলিতা বলেছেন,অসমের স্থানীয় মানুষের আবেগ,অনুভূতি,অস্তিত্ব ও সংস্কৃতির পরিপন্থী কোনও বিষয়ে তার দল আপস করবে না। তিনি বলেন,অগপ ইতিমধ্যেই সরকারি এবং রাজনৈতিকভাবে নাগরিকত্ব(সংশোধনী)বিল মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে ক্যাবিনেট মন্ত্ৰী তথা অগপ সভাপতি অতুল বরা মাস কয়েক আগে গুয়াহাটিতে বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তর পূর্ব গণতান্ত্ৰিক জোটের বৈঠকে ওই বিলের জোরালো বিরোধিতা করেছিলেন।