নাগরিকত্ব বিল নিয়ে চন্দ্ৰবাবুর সঙ্গে কথা বললো আসু

নাগরিকত্ব বিল নিয়ে চন্দ্ৰবাবুর সঙ্গে কথা বললো আসু
Published on

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)একটি প্ৰতিনিধি দল সোমবার তেলুগু দেশম পার্টির(টিডিপি)প্ৰধান চন্দ্ৰবাবু নাইডুর সঙ্গে অমরাবতীতে সাক্ষাৎ করে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তাঁর সমর্থন চায়। আসু প্ৰতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। নাইডু অন্ধ্ৰপ্ৰদেশের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং জাতীয় রাজনীতির একজন প্ৰভাবশালী নেতা। ভট্টাচার্য নাগরিকত্ব বিলের বিরোধিতা করতে নাইডুকে অনুরোধ জানান।

সোমবার সন্ধ্যায় আসুর এক প্ৰেস বিবৃতিতে বলা হয়েছে নাইডু এব্যাপারে আসুকে পূর্ণ সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্ৰতিনিধিদলে সামিল ছিলেন আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ,আসু সভাপতি দীপাঙ্ক কুমার নাথ,শিক্ষাবিদ জয়ন্ত ডেকা এবং অধ্যাপক শিখর শর্মা প্ৰমুখ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com