নাগরিকত্ব বিল নিয়ে ফের প্ৰধানমন্ত্ৰী,মুখ্যমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করবে অগপ

নাগরিকত্ব বিল নিয়ে ফের প্ৰধানমন্ত্ৰী,মুখ্যমন্ত্ৰীর সঙ্গে সাক্ষাৎ করবে অগপ
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে অসম গণ পরিষদের(অগপ)একটি প্ৰতিনিধিদল খুব শিগগিরই প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করবে।

নাগরিক বিল এবং অসম চুক্তির ৬ নং দফা রূপায়ণে উচ্চপর্যায়ে কমিটি গঠন করার ব্যাপারে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাব নিয়ে বৃহস্পতিবার আঞ্চলিক দল অসম গণ পরিষদ এখানে একদফা বৈঠকে মিলিত হয়।

বৈঠক শেষে অগপ সভাপতি তথা রাজ্যের বিজেপি জোট সরকারের মন্ত্ৰী অতুন বরা সাংবাদিকদের বলেন,‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোড়া থেকে বারবার আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে এসেছি। আমরা জাতিধ্বংসী এই বিলের বিরোধিতায় পথে নেমে শ্লোগান দিয়েছি। নতুন দিল্লিতে বিলের বিরূদ্ধে প্ৰতিবাদ সমাবেশও করেছে দল। দিল্লিতে যখন বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)বৈঠকের তোড়জোড় চলছিল,সেই সময়ও অগপ প্ৰতিনিধিরা প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এবং জেপিসি-র অধ্যক্ষ রাজেন্দ্ৰ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘আমরা সংশ্লিষ্ট সবপক্ষকেই স্পষ্ট করে জানিয়ে এসেছি বিতর্কিত বিলটি সংসদে পেশ করার বিরুদ্ধে অগপ শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন,অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে কেন্দ্ৰ উচ্চ-পর্যায়ে কমিটি গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মোটেই সন্তুষ্ট নয় রাজ্য সরকারের শরিক দল অগপ। উল্লেখ্য,অসম চুক্তির ৬নং দফায় স্থানীয় খিলঞ্জিয়াদের রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে আমরা এই বিল নিয়ে পুনরায় প্ৰধানমন্ত্ৰী মোদি,রাজ্যের মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে খুব শিগগিরই দেখা করবো’-বলেন বরা। অসম চুক্তি রূপায়ণে কেন্দ্ৰের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্ৰস্তাবে আমরা কোনওভাবেই আশ্বস্ত হতে পারছি না। বলেন,বিল সম্পর্কে জেপিসি-র একতরফা সিদ্ধান্ত কোনওভাবেই গ্ৰহণযোগ্য হতে পারে না। তাঁর মতে,জেপিসি অসমের জনমতকে আস্থায় না এনে একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য,জেপিসি গঠনের আগে থেকেই অসম গণ পরিষদ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তিনি বলেন,ভূমিপুত্ৰদের রক্ষাকবচের পাশাপাশি অসম চুক্তি অক্ষরে অক্ষরে রূপায়ণ করা চাই। অসম চুক্তি লঙ্ঘিত হয় এমন কোনও সিদ্ধান্ত অগপ মেনে নেবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। বরা আরও বলেন,বিভিন্ন সময়ে জেপিসি-র চেয়ারম্যান সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিলের বিরোধিতা করার জন্য অগপ-র তরফে আহ্বান জানানো হয়েছিল। জেপিসি-র অসম ভ্ৰমণের সময়ও গোটা অসমবাসীর মতামত নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল অগপ। কিন্তু জেপিসি এব্যাপারে অসমের ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করে একপক্ষীয়ভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে-যা গ্ৰহণযোগ্য হতে পারে না-বলেন বরা। তিনি আরও বলেন,বিল সম্পর্কে দলের পূর্বের অবস্থান থেকে সরে আসার প্ৰশ্নই ওঠে না। বিল বাতিল করার জন্য দল ফের প্ৰধানমন্ত্ৰীকে অনুরোধ জানাবে। এরপরও বিলটি পাস হলে দল সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com