নাগরিকত্ব বিল নিয়ে সোনোয়ালকে প্ৰশ্নের মুখে ফেললেন বিধায়ক অতুল বরা

গুয়াহাটিঃ দিশপুরের বিজেপি বিধায়ক অতুল বরা এক বিবৃতিতে বলেছেন, মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রাজ্যে সবার কাছে ‘জাতীয় নায়কের’ সম্মান পাওয়ার যোগ্য কিনা তা প্ৰমাণ করার ক্ষেত্ৰে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ তাঁর সামনে অ্যাসিড টেস্ট।
আসু এবং অন্যান্য ২৮টি জনগোষ্ঠীয় সংগঠনের নেতারা রবিবার বিলের বিরুদ্ধে প্ৰস্তাব এনে একটি দাবিপত্ৰ তাঁর হাতে তুলে দিলে বিধায়ক বরা ওই বিলের বিরুদ্ধে সোচ্চার হন। জনগোষ্ঠীয় সংগঠনগুলি নাগরিকত্ব বিলের বিরুদ্ধে রাজ্যের জনপ্ৰতিনিধিদের ঘরে ঘরে গিয়ে বিলের বিরোধিতা করার জন্য তাদের রাজি করাতে প্ৰচার চালাচ্ছে। সংগঠনগুলি দাবিপত্ৰ নিয়ে রবিবার বরার হাতিগড়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
দাবিপত্ৰ গ্ৰহণ করে বরা প্ৰচার মাধ্যমকে বলেন,‘মুখ্যমন্ত্ৰী সোনোয়ালকে ‘জাতীয় নায়ক’ বলা হচ্ছে। তাই নাগরিকত্ব বিলের বিরোধিতা করে তাঁকে সেটা প্ৰমাণ করতে হবে। আসু সোনোয়ালকে জাতীয় নায়কের সম্মান দিয়েছে। তিনি যদি এখনও বিলের বিরোধিতা করেন তাহলে জাতীয় নায়কের ওই সম্মান একা আসুই নয়, অসমের মানুষই তাঁকে ওই সম্মান দিয়েছেন ধরে নিতে হবে। তাই ওই সম্মান তিনি পাওয়ার যোগ্য কিনা তা প্ৰমাণ করার জন্য মুখ্যমন্ত্ৰীর কাছে এটাই চূড়ান্ত সময়। তাঁর উচিত বিতর্কিত বিলটির বিরোধিতা করা’। বরা বলেন,আমি গোড়া থেকেই বিলের বিরোধিতা করে আসছে এবং এর বিরোধিতাই করে যাবো।