নাগরিকত্ব বিল প্ৰত্যাহার করা হলেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারেঃ অগপ

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ নিয়ে রাজ্যে বিজেপি জোট সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি অগপকে পুনর্বিবেচনা করার জন্য বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের আবেদনের পরিপ্ৰেক্ষিতে অগপ-র তরফে বলা হয়েছে,বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি প্ৰত্যাহার করে নেওয়া হলেই আঞ্চলিক দলটি তাদের সিদ্ধান্তের বিষয়টি ভেবে দেখতে পারে। অগপ আরও বলেছে,বিলটি প্ৰত্যাহার না করা পর্যন্ত তারা যেভাবে আন্দোলন চালাচ্ছে তা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অগপ-র সাধারণ সম্পাদক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা বলেন,‘বিলটি প্ৰত্যাহার না করা পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্ৰশ্নই আসে না’। আঞ্চলিক দলটি ইতিমধ্যেই ঘোষণা করেছে নাগরিকত্ব বিল পাস হলে তারা বিজেপি-র সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে’-উল্লেখ করেন কলিতা।
এদিকে আঞ্চলিক দল অসম গণ পরিষদ(অগপ)বিলের বিরুদ্ধে এক গুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘোষণা অনু্যায়ী অগপ আজ রাজ্যজুড়ে মশাল মিছিলের মাধ্যমে তাদের আন্দোলন শুরু করছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অগপ বিধায়করা আগামি ২৪ জানুয়ারি ১০ ঘণ্টা অনশন ধর্মঘট পালন করবেন। ৩০ জানুয়ারি জেলা ও মহকুমা সদরে প্ৰতিবাদ সমাবেশের আয়োজন করবে অগপ।