Begin typing your search above and press return to search.

নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে শামিল হলো উত্তরপুর্বের খ্ৰিস্টান ফোরাম

নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলনে শামিল হলো উত্তরপুর্বের খ্ৰিস্টান ফোরাম

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 Feb 2019 1:15 PM GMT

গুয়াহাটিঃ উত্তর পূর্ব ভারতের ইউনাইটেড খ্ৰিস্টান ফোরাম নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯-এর বিরুদ্ধে চলতি আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি উত্তর পূর্বাঞ্চলে খ্ৰিস্টানদের সর্বোচ্চ সংগঠন। সোমবার গুয়াহাটিতে ফোরামের এক বৈঠকে রাজ্যের মানুষের গণতান্ত্ৰিক আওয়াজের প্ৰতি সাড়া দেওয়ার জন্য কেন্দ্ৰীয় সরকারের প্ৰতি আন্তরিক অনুরোধ জানানো হয়।

বিতর্কিত বিল নিয়ে কেন্দ্ৰকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করারও আর্জি জানায় তারা। বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলে যে অচলাবস্থা ও অশান্তি চলছে,তার গ্ৰহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট হতে সব সদস্যদের প্ৰতি আবেদন জানানো হয়। এই বিষয়টি রাজ্যের খ্ৰিস্ট ধর্মাবলম্বী মানুষের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। খ্ৰিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত রাজ্য মেঘালয়,মিজোরাম ও নাগাল্যান্ডের রাজ্য সরকার ইতিমধ্যেই বিলের বিরোধিতা করেছে। তারা বলেছে এই বিল স্থানীয় ভূমিপুত্ৰদের সংস্কৃতি ও অস্তিত্বের ক্ষেত্ৰে একটা বড় ধরনের হুমকি।

উত্তরপূর্বে শিক্ষার উন্নয়ন ও অন্যান্য সামাজিক ক্ষেত্ৰে খ্ৰিস্টানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফোরামের মুখপাত্ৰ এবং বিশিষ্ট সমাজকর্মী এলেন ব্ৰুকস বলেন,কেন্দ্ৰ রাজ্যসভায় বিলটি পাস করাতে সচেষ্ট হওয়ায় এই অঞ্চলে যে অস্থিরতা চলছে তাতে সব শ্ৰেণির মানুষই উৎকণ্ঠা প্ৰকাশ করেছেন।

Next Story
সংবাদ শিরোনাম