সংবাদ শিরোনাম
নাগরিকত্ব বিল রদের দাবিতে আসু,এসএকেপি-র রাজভবন যাত্ৰা
নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে আসু,এসএকেপি-র সংগ্ৰাম তীব্ৰতর হয়ে উঠেছে। দুই সংগঠন বুধবার শহিদ ন্যাস থেকে পায়ে হেঁটে রাজভবন যাত্ৰা করে। আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,কোনও পরিস্থিতিতে এবিল আমরা মানছি না। আসু নেতাদের প্ৰত্যেকেরই সুর একই ছিল।

