নাগরিকত্ব বিল রদের পক্ষে সায় শিবসেনার

গুয়াহাটিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯ রদ করার পক্ষে সমর্থনের কথাই ফের ব্যক্ত করেছে শিবসেনা। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং উত্তরপূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)একটি প্ৰতিনিধিদল বুধবার মুম্বাইয়ে শিবসেনা নেতা উদ্ধব বাল কেশব ঠাকরের সঙ্গে দেখা করলে তিনি তাঁদের ওই আশ্বাস দেন। এই বৈঠকে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যও উপস্থিত ছিলেন।
ঠাকরে বলেন,‘এই বিল দেশের পক্ষে বিপজ্জনক। বিল রদ করতেই হবে। স্থানীয় ভূমিপুত্ৰদের ক্ষতি করে বিদেশিদের সুরক্ষায় সরকারের এই অবস্থান আমরা কখনই মেনে নেবো না’। শিবসেনা এই বিলের বিরোধিতা করেছে এবং এই বিরোধিতা অব্যাহত থাকবে। ‘বিলের বিরুদ্ধে সমর্থন কুড়োতে আমরা অন্যান্য দলের সঙ্গে কথা বলবো’-উল্লেখ করেন ঠাকরে। বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আসু ও নেসোর প্ৰতিনিধিরা এরআগে ঠাকরেকে ধন্যবাদ জানান।
বিলটি রাজ্যসভায় তোলা হলেও ঠাকরেকে তাঁর অবস্থান অটুট রাখার জন্য আসু ও নেসো নেতারা তাঁকে অনুরোধ জানান। উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে অসম যে ইতিমধ্যেই অবৈধ বাংলাদেশিদের স্বর্ণরাজ্যে পরিণত হয়েছে ছাত্ৰ নেতারা সেকথাও ঠাকরেকে বুঝিয়ে বলেছেন। এরফলে স্থানীয় ভূমিপুত্ৰদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এক প্ৰেস বিবৃতিতে একথা জানান। ছাত্ৰ প্ৰতিনিধিদলটি ত্ৰিপুরার প্ৰসঙ্গ তুলে আরও বলেছেন,ওই রাজ্যের ভূমিপুত্ৰ ত্ৰিপুরীরা নিজেদের মাটিতে এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এই বিল আইনে পরিণত হলে দেশের অন্যান্য রাজ্যের স্থানীয় মানুষ তাদের অস্তিত্ব নিয়ে অনুরূপ সমস্যার সম্মুখীন হবেন বলে ছাত্ৰ নেতারা উল্লেখ করেছেন।