নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আজ অগপ-র সমাবেশ

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আজ অগপ-র সমাবেশ
Published on

গুয়াহাটিঃ দিশপুরে শাসক দল বিজেপি-র সঙ্গে আঁতাত থাকা সত্ত্বেও অসম গণ পরিষদ(অগপ)দল নাগরিকত্ব সংশোধনী বিল’২০১৬-এর বিরুদ্ধে আজ গুয়াহাটিতে জোর প্ৰতিবাদ সমাবেশের আয়োজন করেছে। নাগরিকত্ব বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)আজ নতুন দিল্লিতে যে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে তার সঙ্গে সঙ্গতি রেখেই আঞ্চলিক দলটি এই সমাবেশের ডাক দিয়েছে। অগপ-র একটি প্ৰতিনিধিদল গত রবিবার উত্তর প্ৰদেশের মীরাটে জেপিসি-র চেয়ারম্যান রাজেন্দ্ৰ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে বিলটি বাতিল করার অনুরোধ জানিয়েছিলেন। আঞ্চলিক দলটি আজ মহানগরীর লতাশিল খেলার মাঠে এক সভা করবে এবং ওখান থেকে চান্দমারি পর্যন্ত একটি মিছিল বের করবে।

অগপ সভাপতি তথা রাজ্যের মন্ত্ৰী অতুল বরা সাংবাদিকদের বলেছেন,‘নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। কোনও পরিস্থিতিতেই আমরা এই বিল সমর্থন করবো না। বিলের বিরুদ্ধে শেষ অবধি লড়ে যাবো আমরা’।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com