নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে রাজ্যজুড়ে অগপ-র মশাল মিছিল

নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে রাজ্যজুড়ে অগপ-র মশাল মিছিল
Published on

গুয়াহাটিঃ অসম গণ পরিষদ(অগপ)দল শুক্ৰবার সন্ধ্যায় গোটা রাজ্যে মশাল মিছিল বের করে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরুদ্ধে নতুন করে আন্দোলনে নামলো। গুয়াহাটিতে দলের সাধারণ সম্পাদক বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য এবং রমেন্দ্ৰনারায়ণ কলিতা সহ দলের বেশকিছু বরিষ্ঠ নেতাকে আন্দোলনে অংশ নিতে দেখা গেছে। বৈশ্য এখানে সাংবাদিকদের বলেন,‘বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলনের এটা একটা নতুন ধাপ। আমাদের তিনজন সতীর্থ সোনয়াল সন্ত্ৰিসভায় থাকাকালে আমরা সরকারের অংশ হিসেবে আন্দোলন করেছি। কিন্তু এখন আমরা মন্ত্ৰিসভার বাইরে গিয়ে বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। যেহেতু এই ইস্যু নিয়ে আমাদের তিন সতীর্থ ইতিমধ্যেই মন্ত্ৰীপদে ইস্তফা দিয়েছেন’।

তিনি আরও বলেন,এই বিল খিলঞ্জিয়াদের স্বার্থ বিরোধী। অসমিয়া মানুষের ভাবাবেগের প্ৰতি অগপ বরাবরই শ্ৰদ্ধাশীল। বিল প্ৰত্যাহার না করা অবধি আমাদের আন্দোলন চলবে।

এদিন আঞ্চলিক দলটি মঙ্গলদৈ,নলবাড়ি,বোকাখাত,যোরহাট,কলিয়াবর,ডিব্ৰুগড়,তিনসুকিয়া,ধুবড়ি,নগাঁও সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করে। দলের পরবর্তী আন্দোলন কর্মসূচি অনু্যায়ী ২৪ জানুয়ারি অগপ বিধায়করা গুয়াহাটিতে অনশন ধর্মঘট পালন করবেন নাগরিকত্ব সংশোধনী বিল প্ৰত্যাহারের দাবিতে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com