নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় দিল্লি যাচ্ছেন অগপ প্ৰতিনিধিরা

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় দিল্লি যাচ্ছেন অগপ প্ৰতিনিধিরা
Published on

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় শনিবার নয়া দিল্লি রওনা হচ্ছেন অসম গণ পরিষদের(অগপ)একটি প্ৰতিনিধি দল। বিলের বিরোধিতায় জনমত গঠন করার চেষ্টায় দিল্লি পাড়ি দেওয়া অগপ দলটি যৌথ সংসদীয় কমিটির প্ৰত্যেক কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পৃথকভাবে দেখা করবেন। দিল্লির উদ্দেশে রওনা হওয়া এই দলে সামিল রয়েছেন সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকারের কৃষিমন্ত্ৰী অতুল বরা,সেচমন্ত্ৰী কেশব মহন্ত,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত সহ বেশকজন নেতা কর্মী। নাগরিকত্ব সংশোধনী বিলটি রাজ্যের স্থানীয় ভূমিপুত্ৰদের অস্তিত্বে কী ধরনের প্ৰভাব ফেলতে পারে সে সম্পর্কে সংসদীয় কমিটিকে অবগত করাবেন তাঁরা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com