নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন নয়,আশ্বাস শিবসেনার

নয়াদিল্লিঃ শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত শুক্ৰবার নয়াদিল্লিতে উত্তর পূর্বাঞ্চলের নেতাদের আশ্বস্ত করে বলেছেন,তাঁর দল নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯-কে সমর্থন করবে না। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দিল্লিতে রাউতের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাঁদের ওই আশ্বাস দেন।
উত্তর পূর্বাঞ্চলের প্ৰতিনিধি দলটিতে শামিল ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা,অসম গণ পরিষদ দলের(অগপ)সভাপতি অতুল বরা,দলের কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত,বীরেন বৈশ্য এবং অন্যান্যরা।
‘দেশের স্বার্থ বিরোধী কোনও বিলকে শিবসেনা কখনোই সমর্থন করবে না। উত্তর পূর্বাঞ্চল থেকে আসা নেতাদের আমি বলেছি যে জনবিরোধী কোনও বিল কখনোই সমর্থন করবে না শিবসেনা’-সাংবাদিকদের বলেন রাউত। তিনি বলেন,উত্তর পূর্বাঞ্চল এবং অসমকে আরও একটা জম্মু ও কাশ্মীরে পরিণত হতে দেওয়া যায় না। শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরে বলেছেন,‘আমার দল জনবিরোধী কোনও বিলের প্ৰতি কখনোই সমর্থন জানাবে না-জানান রাউত।
উত্তর পূর্বাঞ্চল থেকে যাওয়া এই প্ৰতিনিধিদলটি বিল নিয়ে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং অন্যান্য কেন্দ্ৰীয় নেতাদের সঙ্গে দেখা করার কথা আছে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের সঙ্গে প্ৰতিনিধিদলটির যে বৈঠক হবার কথা ছিল শুক্ৰবার বাজেট পেশের জন্য তা স্থগিত রাখা হয়।
এদিকে সাংমা বলেছেন,নাগরিক বিলের বিরুদ্ধে তাঁদের এই প্ৰয়াস অব্যাহত থাকবে। তবে রাজ্যসভার কার্যক্ৰমনিকায় নাগরিকত্ব বিলের প্ৰসঙ্গটি অন্তর্ভুক্ত করা হয়নি। আগামি ১৩ ফেব্ৰুয়ারি পর্যন্ত চলবে সভার অধিবেশন।