নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় অনুমোদিত

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় অনুমোদিত
Published on

নয়াদিল্লিঃ কংগ্ৰেস,তৃণমূল কংগ্ৰেস সহ অন্যান্য বিরোধী দলগুলির তুমুল আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার লোকসভায় উতরে গেলো নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬। সংসদের নিম্ন সদনে দিনব্যাপী আলোচনার পর ধ্বনিভোটে বিলটি পাস হয়ে যায়। এদিন লোকসভায় বিলটি পাস হওয়ার আগেই কংগ্ৰেস ও তৃণমূল কংগ্ৰেসের সাংসদরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

এর আগে এদিন সকালে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি উত্থাপন করেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পড়শি দেশ আফগানিস্তান ,পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা ছটি সংখ্যালঘু জনগোষ্ঠী হিন্দু,শিখ,জৈন,বৌদ্ধ,ক্ৰিস্টান ও পার্শিদের ভারতীয় নাগরিকত্ব দিতে চাওয়া হচ্ছে। বিলটি উত্থাপন করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং এক স্পষ্টীকরণে বলেন,নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলে তা শুধু অসমের ক্ষেত্ৰে সীমাবদ্ধ হবে না,দেশের সব রাজ্য ও কেন্দ্ৰশাসিত অঞ্চলগুলিতেও তা প্ৰযোজ্য হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন,নাগরিকত্ব বিল আইনে পরিণত হলে শরণার্থীর বোঝা একা অসমের কাঁধে পড়বে না,পুরো দেশই তা ভাগ করে নেবে।

এই বিল অসমের জনবিন্যাসগত কাঠামোয় কোনও আঘাত হানবে না বলে রাজনাথ উল্লেখ করেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী আরও বলেন,নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আশঙ্কা একেবারেই অমূলক। এই বিল বাস্তবায়িত হলে অসমিয়া সমাজের অস্তিত্ব বিপন্ন হবে বলে যে আশংকা করা হচ্ছে তা নিছকই অপপ্ৰচার। অসমবাসীকে অভয় দিয়ে রাজনাথ সদনে ঘোষণা করেন,অসমিয়া জাতির ভাষা,সংস্কৃতি,কৃষ্টি,সভ্যতার সুরক্ষায় কেন্দ্ৰ গ্যারান্টি দিচ্ছে। এই বিল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্বার্থই সুরক্ষিত করবে। এব্যাপারে অসম সরকার ও অসমের জনগণকে সবরকমের সাহায্য করতে কেন্দ্ৰীয় সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ-বলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী।

রাজনাথ বলেন,অসম চুক্তি রূপায়ণে বর্তমান কেন্দ্ৰীয় সরকার বেশকিছু ব্যবস্থা হাতে নিয়েছে। অসমিয়াদের সাংস্কৃতিক,সামাজিক,ভাষিক অস্তিত্ব এবং পরম্পরার সুরক্ষায় অসমের জন্য সাংবিধানিক,আইনগত ও প্ৰশাসনিক রক্ষাকবচের ব্যবস্থা করতে অসম চুক্তির গুরুত্বপূর্ণ ৬নং দফা রূপায়ণের ব্যবস্থা করছে কেন্দ্ৰ-বলেন রাজনাথ। অসম বিধানসভা,পুরসভা,পুরনিগম,চাকরির ক্ষেত্ৰে আসন সংস্করণের মাধ্যমে অসমিয়াদের অস্তিত্ব সুরক্ষায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক অসমেরই বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। উচ্চ পর্যায়ের এই কমিটি ভূমিপুত্ৰ খিলঞ্জিয়া অসমিয়াদের জন্য প্ৰয়োজনীয়,রক্ষাকবচের বিষয়ে পরামর্শ দেবে। কমিটিকে আগামি ছমাসের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করতেও বলা হয়েছে-উল্লেখ করেন সিং। নাগরিকত্ব সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় পেশ করা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com