নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর বিরোধিতায় শিবসেনা

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-এর বিরোধিতায় শিবসেনা
Published on

নয়াদিল্লিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল-২০১৬-এর বিরোধিতায় সোচ্চার দলগুলির সঙ্গে হাত মেলাল আরও একটি দল শিবসেনা। বিতর্কিত ওই বিলটির বিরধিতায় যারা মাঠে নেমেছে তাদের সমর্থনে শিবসেনা এগিয়ে এলো। শিবসেনা নেতা সঞ্জয় রাউত রবিবার এক চিঠিতে বিতর্কিত নাগরিকত্ব বিলের বিরোধিতাকারীদের প্ৰতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে বলেন,তাঁর দল সংসদে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬-র বিরোধিতায় দৃঢ়সঙ্কল্পবদ্ধ।

‘অসমে ভূমিপুত্ৰ খিলঞ্জিয়া মানুষের ভাষা,সাংস্কৃতিক ও অস্তিত্ব সুরক্ষায় বৃহত্তর স্বার্থে অসম গণ পরিষদ দল(অগপ)বিতর্কিত বিলটির বিরোধিতা করার জন্য আমাদের কাছে অনুরোধ জানিয়েছে’-বলেন রাউত।

তিনি বলেন,বিতর্কিত বিলটি যদি সংসদে পাস হয় তাহলে সুপ্ৰিম কোর্টের সম্পূর্ণ তত্ত্বাবধানে অসমে চলা নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের প্ৰক্ৰিয়া সম্পূর্ণ নিরর্থক হয়ে পড়বে।

যৌথ সংসদীয় কমিটি(জেপিসি)নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাস করানোর জন্য তা সংশোধিত আকারে পেশ করার একদিন আগে শিবসেনা ওই চিঠিটি দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com