নাগরিক বিলঃ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কংকে আশ্বাস অধ্যক্ষের

নাগরিক বিলঃ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কংকে আশ্বাস অধ্যক্ষের
Published on

নাগরিক বিল ইস্যুতে বিতর্কের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কংগ্ৰেসের প্ৰস্তাব ভেবে দেখা হবে। অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামী সোমবার বিরোধী নেতা দেবব্ৰত শইকইয়ার নেতৃত্বধীন ৭ জনের প্ৰতিনিধিদলকে ওই আশ্বাস দেন। শইকিয়া বলেছেন,বিলটি যে অসম চুক্তিকে লঙ্ঘন করছে তা বুঝে গেছেন মানুষ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com