গুয়াহাটিঃ নাগরিকত্ব বিলের বিরোধিতায় সমর্থন আদায়ে অগপ ঘরে-বাইরে আঞ্চলিক দলগুলির সমর্থন আদায়ে তাদের অভিযান জারি রেখেছে। দলের সভাপতি অতুল বরার নেতৃত্বে একটি দল শনিবার শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে বিলের বিরধিতা করার জন্য তাঁর সমর্থন চাইবে। অগপ রাষ্ট্ৰবিরোধী এই বিলের বিরুদ্ধে রাজ্য ও বাইরের সমর্থন সংগ্ৰহে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছে। আঞ্চলিক দল ইস্যুটি নিয়ে ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰী মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ ও জেপিসির সঙ্গে দুবার দেখা করে বিলের বিরোধিতা করেছে।
নাগরিক বিলঃ সমর্থন সংগ্ৰহে শিবসেনা নেতা ঠাকরের সঙ্গে দেখা করছে অগপ

Next Story