নাগরিক বিলের নামে অসমের সম্মিলিত সংস্কৃতি ধ্বংস হতে দেব নাঃ সর্বা

নাগরিক বিলের নামে অসমের সম্মিলিত সংস্কৃতি ধ্বংস হতে দেব নাঃ সর্বা
Published on

ডিগবয়ঃ নাগরিক সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার মুখ খুললেন। মার্ঘেরিটা সফরকালে বিলটিকে একটা তিক্ত পিল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন,বিলের নামে রাজ্যের সম্মিলিত সংস্কৃতি ধ্বংস হতে দেব না। রাজ্যের মানুষের স্বার্থ যেকোনওভাবেই রক্ষার আশ্বাস দেন তিনি।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com