তিনসুকিয়াঃ তিনসুকিয়া জেলা কর্মচারী পরিষদের সভাপতি অমর রঞ্জন শইকিয়া হুমকি দিয়েছেন,সরকার নাগরিক সংশোধনী বিল রদ না করলে তারা সরকারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার এই ইস্যুতে আসুর স্পনসরকৃত সত্যাগ্ৰহ কর্মসূচিতে অংশ নিয়ে শইকিয়া বলেন,বিতর্কিত বিলটি অসমে এক কালো অধ্যায়ের সূচনা করবে। আসুর সভাপতি লুরিনজ্যোতি গগৈ তাঁর ভাষণে গণতান্ত্ৰিক আন্দোলনের মাধ্যমে এই বিল পাসে বাধা দিতে জনগণের প্ৰতি আহ্বান জানান। এদিনের সমাবেশে চুটিয়া ছাত্ৰ সংস্থা ও মটক ছাত্ৰ সংস্থা সহ ২৫ সংগঠন অংশ নেয়।
Begin typing your search above and press return to search.