নাগরিক বিলের বিরুদ্ধে লখিমপুর,গোলাঘাটে আইনজীবী সংস্থার প্ৰতিবাদ

নাগরিক বিলের বিরুদ্ধে লখিমপুর,গোলাঘাটে আইনজীবী সংস্থার প্ৰতিবাদ
Published on

লখিমপুরঃ বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬-র বিরুদ্ধে লখিমপুর বার অ্যাসসিয়েশন জোরদার প্ৰ্তিবাদ জানিয়েছে। অসমিয়া ভাষা ও রাজ্যের ভূমিপুত্ৰদের অস্তিত্বের ক্ষেত্ৰে বিতর্কিত বিলটি একটা মারাত্মক হুমকি। বিতর্কিত এই বিলের বিরুদ্ধে অ্যাসোসিশনের সদস্যরা শুক্ৰবার লখিমপুর বার লাইব্ৰেরি চত্ত্বরে প্ৰায় দুঘণ্টা অবস্থান করে বিক্ষোভ প্ৰদর্শন করেন। সারা অসম আইনজীবী সংস্থার নির্দেশে লখিমপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।

লখিমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবর গোঁহাই বরুয়া ওই বিলের নেতিবাচক দিকটির ওপর বক্তব্য রাখেন। অন্যদিকে অ্যাসোসিয়েশনের প্ৰাক্তন সচিব অরূপ কলিতা রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী ড.হীরেন গোঁহাই,মনজিৎ মহন্ত ও কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির উপদেষ্টা অখিল গগৈর বিরুদ্ধে দেশদ্ৰোহিতার অভি্যোগে মামলা রুজু করার প্ৰতিবাদ জানান। এই তিন বুদ্ধিজীবীর বিরুদ্ধে দাখিল করা এফআইআর প্ৰত্যাহার করে নেওয়ার দাবি জানান তিনি।

গোলাঘাট,সরুপথারের খবরঃ অন্যদিকে গোলাঘাট বার সংস্থার আইনজীবীরা নাগরিকত্ব সংশোধনী(বিল)২০১৬-র প্ৰতিবাদে শুক্ৰবার শহরে একটি মৌন মিছিল বের করেন। গোলাঘাট বার অ্যাসোসিয়েশনের সেক্ৰেটারি দুর্গা প্ৰসাদ জয়সওয়াল বলেন,কেন্দ্ৰীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ অসমে রূপায়ণের যে সিদ্ধান্ত নিয়েছে,তা স্থানীয় ভূমিপুত্ৰদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্ৰে একটা বিরাট হুমকি। অসমিয়া মানুষ বর্তমানে অস্তিত্ব হারানোর শঙ্কায় ভুগছেন। পরে প্ৰতিবাদী আইনজীবীরা প্ৰধানমন্ত্ৰীর উদ্দেশে জেলাশাসকের হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com