নাগরিক বিলের বিরোধিতায় অটল অতুল

নাগরিক বিলের বিরোধিতায় অটল অতুল
Published on

গুয়াহাটিঃ নাগরিক বিলের বিরোধিতা করে বিজেপি বিধায়ক অতুল বরা রবিবার ফের বিল নিয়ে শাসক দলের ইচ্ছার বিরুদ্ধে মত পোষণ করেন। দলীয় কর্মকর্তাদের বৈঠকে বিলের বিরুদ্ধে তিনি বলেন জাতি,মাটি,ভিত্তি রক্ষার কথা বলে বিজেপি ক্ষমতা এসেছিল। কেন্দ্ৰ বিল পাস করলে রাজ্যের মানুষ তা প্ৰতিহত করবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com