প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ,বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গোঁহাইর মতানৈক্য থাকলেও নাগরিক বিলের বিরোধিতা তাঁদের কাছে নিয়ে এসেছে।বৃহস্পতিবার লক্ষীধর বরা ক্ষেত্ৰের সমাবেশে একই মঞ্চে দেখা গেল প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল মহন্ত,হেমেন দাস,উদ্ধব বর্মনকে।প্ৰত্যেকেই বিল রদের আওয়াজ তোলেন।
নাগরিক বিলের বিরোধিতায় একই মঞ্চে তরুণ গগৈ,হিরেন গোঁহাই ও মহন্তরা

Next Story