গুয়াহাটিঃ উত্তরপূর্ব গণতান্ত্ৰিক জোটের(এনইডিএ)সম্মেলনে রবিবার বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি বলেন,নাগরিক বিল নিয়ে উদ্ভুত সমস্যার সমাধান করা উচিত। বিপিএফ ১৩ বছর কংগ্ৰেসের সঙ্গে কাটিয়েছে কিন্তু এমন সমস্যা পায়নি। উন্নয়ন সু্নিশ্চিত করতে সন্ত্ৰাসী সমস্যা সমাধান করা উচিত-বলেন তিনি।
Begin typing your search above and press return to search.