নাগরিক বিল নিয়ে অযথা শঙ্কিত না হতে জনগণের প্ৰতি আহ্বান সর্বার

নাগরিক বিল নিয়ে অযথা শঙ্কিত না হতে জনগণের প্ৰতি আহ্বান সর্বার
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল নাগরিক বিল নিয়ে অযথা শঙ্কিত না হতে সোমবার ফের জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছেন। রাজ্যের ৩ কোটির বেশি মানুষ এই সরকারকে ক্ষমতায় এনেছে। তাই জনগণের ভাবাবেগে আঘাত লাগে এমন কোনও কাজ সরকার করবে না-বলেন সোনোয়াল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com