নাগরিক বিল পাশ হলে বিধায়ক পদ ছাড়বেন রমেন্দ্ৰ নারায়ণ কলিতা

নাগরিক বিল পাশ হলে বিধায়ক পদ ছাড়বেন রমেন্দ্ৰ নারায়ণ কলিতা
Published on

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল সবার কাছে জাতীয় নায়কের সম্মান পাওয়ার সত্যিই যোগ্য কিনা,তা প্ৰমাণ করার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের বিরুদ্ধে মত প্ৰকাশ করা তাঁর সামনে অ্যাসিড টেস্ট বলে দিশপুরের বিজেপি বিধায়ক অতুল বরা বিবৃতি দেওয়ার একদিন পরই সোমবার একজন অগপ বিধায়ক হুমকি দিয়েছেন,বিলটি পাস হলে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন।

পশ্চিম গুয়াহাটি কেন্দ্ৰের অগপ বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা সোমবার বলেছেন তাঁর দল রাজ্যের শাসক বিজেপি-র শরিক হলেও বিল পাস হলে বিধায়ক পদ ছাড়তে তিনি দুবার ভাববেন না। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং অন্যান্য ২৮টি জনগোষ্ঠীয় সংগঠন বিলের বিরুদ্ধে অভিযানে নেমে তাঁর হাতে দাবি পত্ৰ তুলে দেওয়ার পরই কলিতা বিতর্কিত বিলটি সম্পর্কে তাঁর মনোভাব স্পষ্ট করে জানিয়ে দেন। আসু সহ ওই ২৮টি সংগঠন রবিবার থেকে নাগরিক বিলের বিরুদ্ধে জনপ্ৰতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে প্ৰচার চালাচ্ছে।

নাহরকটিয়ার অগপ বিধায়ক নরেন সোনোয়াল আসু ও জনগোষ্ঠীয় সংগঠনগুলির হাত থেকে দাবিপত্ৰ গ্ৰহণ করে বলেন,নাগরিক বিলের বিরোধিতা করে তিনি অসমের মানুষের পাশেই দাঁড়াবেন। ওদিকে আসু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে,বিলটি রদ না হওয়া অবধি তারা কোনও মন্ত্ৰী,বিধায়ক ও সাংসদকে শান্তিতে থাকতে দেবে না।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com