
পাঠশালাঃ বিজেপি নেতৃত্বাধীন সরকার যদি নাগরিক সংশোধনী বিল পাস করায় তাহলে কংগ্ৰেস সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হবে। পাঠশালা শহরে বুধবার বিলের বিরুদ্ধে এক প্ৰতিবাদ সমাবেশে একথা বলেন এপিসিসি সভাপতি রিপুন বরা। সরকার থেকে সমর্থন তুলে না নেওয়ায় অগপর সমালোচনা করেন তিনি।