গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির(জেপিসি)গুরুত্বপূর্ণ বৈঠকের কিছুক্ষণ আগে অসম গণ পরিষদ(অগপ)দলের সভাপতি অতুল বরা জোর গলায় বলেছেন,নাগরিকত্ব বিল পাস হলে আঞ্চলিক দলটি সরকারের ওই অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। বরা বলেন,বিলটি পাস হলে অসম চুক্তি এবং জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নিরর্থক হয়ে পড়বে।
বরা দ্য সেন্টিনেলকে বলেন,অসমিয়া ভাষা ও সংস্কৃতি ইতিমধ্যেই একটা ভয়ঙ্কর ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে। ‘তাই যদি বিতর্কিত ওই বিল পাস হয়ে যায় তাহলে আমাদের ভাষা,সংস্কৃতি ডুবে যাবে। ঐতিহাসিক অসম আন্দোলনে যে ৮৫৫ জন শহিদ হয়েছেন, বৃথা যাবে তাঁদের সেই আত্মত্যাগ। অসম চুক্তি,এনআরসি-র কোনও মানেই থাকবে না। ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত আসা বাংলাদেশিদের বোঝা আমরা ইতিমধ্যেই কাঁধে নিয়েছি। আর বাংলাদেশির বোঝা বহনের প্ৰশ্নই আসে না’।
এদিকে বরা ছাড়াও কেশব মহন্ত,ফণীভূষণ চৌধুরী এবং অন্যান্য অগপ প্ৰতিনিধিরা মঙ্গলবার দিল্লিতে বৈঠক শুরু হওয়ার আগে জেপিসি-র চেয়ারম্যান রাজেন্দ্ৰ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে আগরওয়াল ও কমিটির অন্যান্য সদস্যদের অসমের মানুষের স্বার্থে সংসদে তাঁদের রিপোর্ট দাখিল করার অনুরোধ করেছেন।
অগপ প্ৰতিনিধিরা অসমের জনবিন্যাসগত কাঠামো যে পাল্টে গেছে তার একটা স্পষ্ট ছবি জেপিসি সদস্যদের সামনে তুলে ধরেন। কমিটির সদস্যদের অগপ প্ৰতিনিধিরা এটাও বোঝাবার চেষ্টা করেছেন যে যদি বিলটি পাস হয় তাহলে অসমের জনবিন্যাসগত চিত্ৰ সম্পূর্ণ পাল্টে যাবে এবং তাতে ভূমিপুত্ৰদের নিজের রাজ্যেটিকে থাকাই দুষ্কর হয়ে উঠবে। ‘তাই কোনও পরিস্থিতিতেই ওই বিল পাস আমরা মেনে নেবো না’-জেপিসিকে বলেছেন অগপ প্ৰতিনিধিরা।