পাঠশালাঃ নাগরিক সংশোধনী বিল প্ৰত্যাহারের দাবিতে পাঠশালা আঞ্চলিক ছাত্ৰসংস্থা ২৬ মে সকাল ৬টা থেকে ৩০ ঘন্টা অনশন ধর্মঘট পালন করে আসুর পাঠশালা স্থিত হরিমন্দির প্ৰাঙ্গণে। ধর্মঘটে নেতৃত্ব দেন অরূপজ্যোতি দাস। তাঁরা বিল প্ৰত্যাহারের পাশাপাশি অসম চুক্তি রূপায়ণের দাবি জানায়।
নাগরিক বিল প্ৰত্যাহারের দাবিতে পাঠশালা ছাত্ৰ সংস্থার ৩০ ঘন্টা অনশন ঘর্মঘট

Next Story