গুয়হাটিঃ নাগরিক বিল নিয়ে ন্যস্ত স্বার্থন্বেষীদের উস্কানিতে কান না দিয়ে ভূমিপুত্ৰদের উদ্ধারে বুদ্ধিজীবী,সাহিত্যিক,সামাজিক নেতা ও অন্যান্যদের সমস্বরে আওয়াজ তোলার আহ্বান জানাল অসম সাহিত্যসভা। রবিবার জেলা গ্ৰন্থাগারে সভার সম্মেলনে এক প্ৰস্তাবে যেকোনো মূল্যে বিল বাতিলের দাবি জানান হয়।