ডিগবয়ঃ ডিগবয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,মহিলা ও ছাত্ৰ সংগঠন নাগরিক বিল রদের দাবিতে সোমবার পথে নামে। আসুর পৃষ্ঠপোষকতায় এই গণপ্ৰতিবাদ মিছিল শহরের তিনালির শহিদ বেদি থেকে বের হয়ে শেষ হয় বরবিলে। ওদিকে আসুর টংলা শাখাও এদিন প্ৰতিবাদ মিছিল বের করে।
Begin typing your search above and press return to search.