নাগাল্যান্ডে বন্যা,ধসে বিচ্ছিন্ন দুই জেলা

নাগাল্যান্ডে বন্যা,ধসে বিচ্ছিন্ন দুই জেলা
Published on

নাগাল্যান্ডে বন্যা শোচনীয় রূপ ধারণ করেছে। এবছর বন্যায় ফিক ও কেপহিরে জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্ৰস্ত হয়েছে। ব্যাপক ধসের জন্য কেপহিরে জেলা চারদিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার প্ৰত্যন্ত গ্ৰামাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা জেলা প্ৰশাসনের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কেন্দ্ৰীয় আন্তঃমন্ত্ৰিসভার পাঁচজনের একটি দল উভয় জেলা পরিদর্শন করে প্ৰশাসনের কাছ থেকে ক্ষয়ক্ষতির খোঁজ নেন।

ফিক জেলা প্ৰশাসন বলেছে,পরিকাঠামোগুলি মেরামতির জন্য ৪১৬.০৬ লক্ষ টাকার প্ৰয়োজন। কৃষি এবং মৎস্য সেক্টর ইত্যাদি মেরামতি ও পুননির্মাণ বাবদ ২৮১.৩৪ লাখ টাকা চাই। ফিক জেলার ডিসি ওরেন থাং জানান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ(ডিডিএমএ)এবং জেলা প্ৰশাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া ও আংশিক ক্ষতিগ্ৰস্ত বাড়িগুলি মেরামতির জন্য ৫ ও ১০ হাজার করে সাহা্য্য দিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com