নাগাল্যান্ডে বন্যায় মৃত্যু বেড়ে ১২,ত্ৰাণ সাহায্যে এনডিআরএফ দল পাঠাল কেন্দ্ৰ

নাগাল্যান্ডে বন্যায় মৃত্যু বেড়ে ১২,ত্ৰাণ সাহায্যে এনডিআরএফ দল পাঠাল কেন্দ্ৰ
Published on

কেরলের পর এবার বন্যা থাবা বসিয়েছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডে বন্যায় এক মাসের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নাগাল্যান্ড সরকারের তরফে একথা জানানো হয়। বন্যার করাল থাবা থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং ত্ৰাণ সাহায্য অভিযান চালাতে এনডিআরএফ টিম রাজ্যে পাঠিয়েছেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী সিং বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিওর সঙ্গে কথা বলেছেন। বন্যা ও ধসে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজনাথ টুইটে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা দল নাগাল্যান্ডে যাচ্ছে। ‘ত্ৰাণ ও উদ্ধার অভিযান চালাতে এনডিআরএফ দল ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছে’-টুইটে বলেছেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী। উল্লেখ্য,মুখ্যমন্ত্ৰী রিও বন্যার্তদের জন্য কেন্দ্ৰের কাছে সাহা্য্যের আবেদন জানিয়েছিলেন। কেন্দ্ৰ এব্যাপারে চটজলদি সাড়া দিয়ে নাগাল্যান্ডকে সাহায্য করার আশ্বাস দিয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com