নাগ্ৰিজুলিতে বুনো হাতির ত্ৰাস অব্যাহত,নিহত ২

তামুলপুরঃ লাদেন নামের একটা দলছুট বুনো হাতি বাক্সা জেলার ভারত-ভুটান সীমান্তের বৃহত্তর নাগ্ৰিজুলি এলাকায় গত ১৫ দিন ধরে রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে চলেছে। বুনো হাতিটি গত সোম ও মঙ্গলবার নাগ্ৰিজুলি টি এস্টেটের রঘু মুন্ডা এবং কুম্ভীঝার গ্ৰামের শুম্ভু বোড়োকে পা দিয়ে পিষে মারে। মঙ্গলবার রাত প্ৰায় ১১টা নাগাদ নাগ্ৰিজুলি চা বাগানের ৬ নং লেবার লাইনে লাদেনের প্ৰবেশে জনগণের মধ্যে ত্ৰাসের সৃষ্টি হয়।
এলাকার মানুষ ঘরদোর ছেড়ে পালিয়ে গিয়ে নিরাপদ স্থানে আশ্ৰয় নেন। কিছু লোক বাসন বাজিয়ে এবং পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু লাদেনকে তাড়াতে ব্যর্থ হন তারা। হাতিটি অমিত কুমার,বিরজু বরুয়া,আরমানসাই এক্কা,বীরসা ওরনগা,ভীমসাই তির্কি ও রিচার্ড মিঞ্জের পাকা ও কাচা বাড়ি ভেঙে ফেলে। বাড়িতে থাকা ধান,চালও গ্ৰাস করে হাতিটি। ঘরের সামগ্ৰীগুলিও ভেঙে ফেলে। সূর্যাস্তের পর ওই এলাকায় মানুষ লাদেনের ভয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্ৰয় নিচ্ছেন। নাগ্ৰিজুলি থানার ইনচার্জ নিখিল সিঙের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়ে আসেন।