নামরূপের চামগুড়িতে ফের গৃহবধূ হত্যার এক ন্যক্কারজনক ঘটনা ঘটলো। খোদ স্বামীই তার স্ত্ৰীকে হত্যা করে শ্মশানে মৃতদেহ পুতে রাখে। জানা গিয়েছে,সোমবার রাতে স্বামী জিতেন কিষান স্ত্ৰীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। বেধড়ক মারের চোটে স্ত্ৰী অনিতা কিষান ঘটনাস্থলেই প্ৰাণ হারান। এরপরই ঘাতক স্বামী পড়শিদের জানায় তার স্ত্ৰী রোগে ভুগে মারা গেছে এবং জিতেন পরিবারের দুজন লোককে সঙ্গে নিয়ে মঙ্গলবার কাছেপিঠে থাকা শ্মশানে মৃতদেহ কবরস্থ করে। সৌভাগ্যক্ৰমে রবিবার অনিতার মামি ঘটনার বিষয়ে জানতে পারায় পুরো বিষয়টি প্ৰকাশ করেন। এরপরই মামি স্থানীয় লোকেদের খবর দেওয়ায় স্থানীয়রা নামরূপ পুলিশকে খবর দেন। পুলিশ হত্যাকারীকে গ্ৰেপ্তার করে তার স্বীকারোক্তির ভিত্তিতে শ্মশানে পুতে রাখা মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ডিব্ৰুগড় আসাম চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছে। ঘটনাটি ঘিরে নামরূপে বিরাজ করছে প্ৰবল চাঞ্চল্য।
Begin typing your search above and press return to search.